উদয়নারায়ণপুরে গৃহবধূকে খুনের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ, উদয়নারায়ণপুর- পণের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তার শশুরবাড়ির বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম সেলিমা খাতুন। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে উদয়নারায়ণপুরের পেঁড়ো থানার ঘোড়াদহ গ্রামে। ঘটনায় মৃত গৃ্হবধূর পরিবারের পক্ষ থেকে স্বামী সহ ৬ জনের বিরুদ্ধে পেঁড়ো থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। যদিও ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গেছে ২০১৯ সালের ৯ নভেম্বর হুগলী জাঙ্গীপাড়ার কামদেবপুরের বাসিন্দা সেখ মোরসেলিমের কন্যা সেলিমার সঙ্গে উদয়নারায়ণপুরের পেঁড়ো থানার ঘোড়াদহ সেখপাড়ার বাসিন্দা হারুন বাদশা খাঁ এর বিয়ে হয়। সেলিমার পরিবার সূত্রে খবর বিয়ের সময় পাত্রপক্ষের দাবিমত বিভিন্ন আসবাবপত্র, সোনার গয়না নগদ ২ লক্ষ টাকা সহ একটি বাইক দেওয়া হয়। মৃত গহবধূর বাবা মোরসেলিম বাবুর অভিযোগ বিয়ের সময় ছেলের বাড়ির দাবিমত সবকিছু দিলেও বিয়ের পর থেকেই আরোও টাকার দাবিতে মেয়ের শশুরবাড়ির লোকেরা তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে। তিনি জানান মেয়েকে অত্যচারের হাত থেকে বাঁচাতে আমি পুনরায় ১ লক্ষ টাকা দিলেও অত্যাচার কমেনি। তিনি জানান সোমবার বিকেল ৫টার সময় মেয়ের শশুরবাড়ির এক প্রতিবেশী আমাকে ফোন করে জানায় সেলিমার শারীরিক অবস্থা খুব খারাপ। ফোন পাওয়ার পরেই আমি মেয়ের শশুরবাড়ি গিয়ে দেখি মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে। মোরসেলিম বাবু অভিযোগ করেন সেলিমার স্বামী সহ শশুরবাড়ির লোকেরা তাকে খুন করেছে। তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি করেন।