না ফেরার দেশে দোমিনিক লাপিয়ের
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বিশিষ্ট ফরাসী লেখক ও সমাজসেবী,পদ্মভূষনপ্রাপ্ত দোমিনিক লাপিয়েরের জীবনাবসান হল। শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। দোমিনিক লাপিয়ের একদিকে যেমন ছিলেন লেখক ও অন্যদিকে সমাজসেবী হিসেবে একাধিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত ছিলেন। পশ্চিমবঙ্গের কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, গৃহহীনদের বাড়ি তৈরি করার কাজে দোমিনিক লাপিয়েরর সক্রিয় ও আর্থিক সহায়তা করেছিলেন।
তিনি রাজ্যের মানুষের কাছে “দোমিনিকদাদা” নামে পরিচিত ছিলেন। ভারত সরকার ১৯৯১ সালে দোমিনিক লাপিয়ারকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করেন। কলকাতার জীবন যাত্রা নিয়ে তিনি সিটি অফ জয় লিখেছিলেন। “সিটি অফ জয়” খুবই জনপ্রিয় উপন্যাস।
শনিবার আশা ভবন সেন্টারে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে এই দুঃসংবাদ আসা মাত্রই প্রতিষ্ঠানের কর্মকর্তা থেকে সদস্যরা শোকে মূহ্যমান হয়ে পড়েন। তাঁদের অনুষ্ঠানকে কাটছাঁট করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। দোমিনিক লাপিয়ারের ছবিকে সামনে রেখে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনায় অংশ নেন হোমের আবাসিক ও কর্তৃপক্ষ।
ৱ সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদিকা সুকেশী বারুই বলেন, উনি আমাদের সংস্থার সঙ্গে প্রায় ৪০ বছর যুক্ত ছিলেন। জন মেরী বারুই বলেন, তাদের প্রতিষ্ঠানের পরিচালনায় বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য যে হোম আছে, প্রতিবন্ধীদের জন্য কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ তৈরী হয়ে থাকে এই কাজে দোমিনিক লাপিয়ারের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে।