অ্যাসিড মেরে খুনের চেষ্টার অভিযোগ. ৪ যুবকের কারাদন্ড
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- অ্যাসিড মেরে এক ব্যাক্তিকে খুনের চেষ্টার অভিযোগে ৪ যুবককে ১০ বছরের কারাদন্ড দিল আমতা আদালতের জেলা অতিরিক্ত দায়রা ও সেশন বিচারক রোহন সিনহা। পাশাপাশি প্রত্যোককে ১ লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দেন বিচারক। অনাদায়ে আরোও এক বছরের কারাদন্ডের নির্দেশ দিয়েছেন বিচারক রোহন সিনহা।
জানা গিয়েছে আমতা গাজীপুরের বাসিন্দা মলয় সাউয়ের ধুলাগড়ে একটি মোটর গ্যারেজ আছে। প্রতিদিন তিনি সকালে বাড়ি থেকে গ্যারেজে যাওয়ার পর কাজ সেরে রাতে বাড়িতে ফেরেন। অভিযোগ ২০১০ সালের ৮ আগষ্ট সন্ধ্যায় দোকান থেকে বাড়ি ফেরার সময় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ জয়ন্তী মনসাতলার কাছে শ্রীমন্ত মান্না, প্রসেনজিৎপাল, সুরজিৎ দিয়াসী, অপূর্ব চক্রবর্তীরা তাকে ঘিরে ধরে। পরে তারা অ্যাসিডের বোতল থেকে মলয় সাউয়ের শরীরে অ্যাসিড ঢেলে দেয় বলে অভিযোগ। এদিকে শরীরের বিভিন্ন জায়গায় অ্যাসিড লাগার ফলে যন্ত্রনাযর চোটে মলয় সাউ কোনরকমে গাজিপুর বাজারে আসনে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে পরে তাকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানানতরিত করা হয়। পরে ১০ সেপ্টেম্বর মলয় বাবুর স্ত্রী ঝর্না সাউ অভিযুক্তদের নামে আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সূত্রের খবর এতদিন আমতা আদালতেই তাদের বিচার প্রক্রিয়া চলছিল এবং বিচার প্রক্রিয়া চলাকালীন অভিযুক্তরা জামিনে মুক্ত ছিল। বুধবার তারা দোষী সাবস্ত হওয়ার পর বৃহস্পতিবার তাদের সাজা ঘোষণা হয়। সরকারি আইনজীবি গোপাল ঘোষ জানান অভিযুক্তদের বিরুদ্ধে মলয় সাউকে খুনের চেষ্টা এবং গুরুতর জখম এই দুটি ধারাতে বিচারক রোহন সিনহা প্রত্যেককে ১০ বছরের কারাদন্ডের পাশাপাশি ১ লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছেন। অনাদায়ে আরোও ১ বছর কারাদন্ডের নির্দেশ দিয়েছেন। এছাড়াও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে আরোও প্রয়োজনে আরোও ক্ষতিপূরন যদি দেওয়া যায় সেই ব্যাপারে তদন্ত করে দেখার নির্দেশ দিযেছেন। এদিনের রায়ে খুশী মলয় সাউ ও ঝর্না সাউ।