গাদিয়াড়ায় নতুন জেটির উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- যাত্রী সুরক্ষায় হাওড়া জেলার শ্যামপুরের গাদিয়াড়ায় পরিবহন দপ্তরের উদ্যোগে আরোও একটি নতুন জেটিঘাট তৈরী হল। মঙ্গলবার ভার্চুয়ালি নতুন জেটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন শ্যামপুরের গাদিয়াড়ায় নতুন জেটিঘাট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য্য, শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, অতিরিক্ত জেলাশাসক আজার জিয়া, হাওড়া গ্রামীন জেলার পুলিস সুপার স্বাথী ভাঙ্গালীয়া, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ সহ অন্যান্যরা।
হুগলী, রুপনারায়ণ ও হলদী নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গাদিয়াড়া। গাদিয়াড়ার জেটিঘাট পরিচালনা করে হুগলী নদী জলপথ পরিবহন সমবায় সমিতি। সংস্থা সূত্রে খবর এই ফেরিঘাট থেকে প্রতিদিন কমপক্ষে ৪ হাজার লোক যাতায়াত করেন। এখান থেকে দক্ষিন ২৪ পরগনার নূরপূর এবং পূর্ব মেদিনীপুরের গেঁওখালি পর্যন্ত ফেরি সার্ভিস চলে। এখানে একটিমাত্র ফেরি ঘাট ছিল। ফলে প্রতিদিন যাত্রীদের চাপ বাড়ছিল। ফলে নতুন জেটির প্রযোজনীয়তা বৃদ্ধি পাচ্ছিল। সেইমত পরিবহন দপ্তর জেটিঘাট তৈরী করে। আর মঙ্গলবার নতুন জেটিঘাটের উদ্বোধন হয়। পর্যটন কেন্দ্রে নতুন জেটি তৈরী হওয়ায় গাদিয়াড়ার মানুষ মুখ্যমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ বলে জানান বিধায়ক কালীপদ মন্ডল।