শ্যামপুরে ১৩টি সাপ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- সাপ খেলা দেখিয়ে তাবিজ বিক্রি করার সময় সাপুড়েদের কাছ থেকে উদ্ধার হল বিভিন্ন প্রজাতির ১৩টি সাপ। জানা গেছে রবিবার সকালে শ্যামপুরের ডিহিমন্ডলঘাট ২ নং গ্রাম পঞ্চায়েতের সাঁইবেড়িয়া গ্রামে ৪ জনের একটি সাপুড়ে দল আসে। তারা গ্রামবাসীদের সাপ খেলা দেখানোর পাশাপাশি তাবিজ বিক্রি করতে শুরু করে। সাপুড়েদের এই বজুরুকির খবর পৌছে যায় ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের সদস্য অভিক মাইতির কাছে। অভিক ঘটনাস্থলে পৌছায়।
পরে গ্রুপের অন্য সদস্য অর্পন দাস, তারক সামন্ত, জাকির হোসেন, ঘটনাস্থলে পৌছালে সাপুড়ের দল সাপগুলি ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৪টি কেউটে, ২টি লাউডগা, ৩টি কালনাগিনী, ২টি তুতুর, ১টি ঘরচিত এবং ১টি রেড স্যান্ড বোয়া উদ্ধারকরা হয়। ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের সদস্যদের বক্তব্য উদ্ধার হওয়া সাপগুলিকে পর্যবেক্ষনে রাখা হবে। পরে সেগুলিকে পরিবেশে ছেড়ে দেওয়া হবে।