গৃহবধূকে আত্মহত্যার চেষ্টায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়ণপুর- এক গৃহবধূকে আত্মহত্যার চেষ্টায় প্ররোচনা দেওয়ার আভিযোগ উঠল তার শশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উদয়নারায়ণপুরের পেঁড়ো থানার আনুলিয়া রামচন্দ্রপুরে। সুস্মিতা মন্ডল নামে ওই গৃহবধূ আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় গৃহবধূর বাবা জহর মন্ডলের অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে পেঁড়ো থানার পুলিস গৃহবধূর শশুর বটু মন্ডল, শাশুড়ি জয়মন্তি মন্ডল এবং দেওর রাজকুমার মন্ডলকে গ্রেপ্তার করেছে। ধৃতদের সোমবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

জানা গেছে বছর ৬ আগে পাঁচলা থানার সুস্মিতা মন্ডলের সঙ্গে পেঁড়ো থানার আনুলিয়া রামচন্দ্রপুরের বাসিন্দা প্রসেনজিৎ মন্ডলের সঙ্গে বিয়ে হয়। গৃহবধূর বাবা জহর মন্ডল জানান বিয়ের প্রথম কয়েকমাস সবকিছু ঠিকঠাক থাকলেও তারপর থেকেই মেয়ের শশুর, শাশুড়ি এবং দেওর তার উপরে মানসিক নির্যাতন শুরু করে। তিনি জানান জামাই এই নিয়ে প্রতিবাদ করলেও তারা কোন কথা কেউ শুনতনা। জহর মন্ডল জানান শনিবার দুপুরে জামাই ফোনে জানায়  সুস্মিতা গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *