ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উলুবেড়িয়ার দিপ্তরূপ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- দুর্গা পুজোর রেশ কাটতে না কাটতেই খুশির খবর। বাঁশের কাঠামোর উপর কাগজ, উল দিয়ে দুর্গা প্রতিমা তৈরী করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল উলুবেড়িয়া পশ্চিম পারিজাতের বাসিন্দা দিপ্তরূপ মন্ডল। ইতিমধ্যে তার হাতের কাজের স্বীকৃতি স্বরূপ সংস্থার পাঠানো মেডেল,শংসাপত্র সহ বিভিন্ন উপহার হাতে পেয়েছে একটি বেসরকারি ইংরাজী মাধ্যম বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র দিপ্তরূপ। অন্যদিকে দিপ্তরূপের এই সাফল্যে খুশী দিপ্তরূপের বাবা সৌরভ মন্ডল এবং মা অপরাজিতা মন্ডল।
ছোটবেলা থেকেই আঁকার উপর ঝোঁক দিপ্তরূপের। সেভাবে কোথাও আঁকা না শিখলেও পড়াশুনার মাঝে ছবি আঁকার পাশাপাশি নানা জিনিষ তৈরী করতে থাকে দিপ্তরূপ। সে জানায় বাঁশের কাঠামোর উপর খবরের কাগজ, উল, সাদা কাগজ দিয়ে ৬ ফুট লম্বা ও ৭ ফুট চওড়া দুর্গা প্রতিমা তৈরী করার পর গত ২৩ সেপ্টেম্বর কাজের নমুনা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের দপ্তরে পাঠাই। গত ২১ অক্টোবর সংস্থার তরফে আমার হাতের কাজকে স্বীকৃতি দেওয়া হয়। এরপর রবিবার সংস্থার পাঠানো বিভিন্ন উপহার হাতে পাই।