গ্যাস সিলিন্ডার নিয়ে শ্যামপুরে সচেতনতা শিবির
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- গত ২৬ শে অক্টোবর শ্যামপুরের আড়গড়ি গ্রামে এবং ৩১শে অক্টোবর শ্যামপুরের বানিয়ায় পরপর দুটি গ্যাস লিকের ঘটনা ঘটেছিল। দুটি ঘটনায় ১৪ জন অগ্নিদগ্ধ হয়েছিল। আর সেই ঘটনার পরেই গ্যাস সিলিন্ডার নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক দূর করতে এবং গ্যাস সিলিন্ডার নিয়ে মানুষকে সচেতন করতে শ্যামপুর ১ নং ব্লক প্রশাসন এবং শ্যামপুর ১ নং পঞ্চাযেত সমিতির উদ্যোগে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হল।
শনিবার শ্যামপুর ১ নং বিডিও অফিসে অনুষ্ঠিত এই সচেতনতামূলক অনুষ্ঠানে দমকল বিভাগের আধিকারিকরা ও কর্মীরা গ্যাসের সিলিন্ডার ব্যবহার সহ অন্যান্য বিষয় নিয়ে সাধারন মানুষকে সচেতন করেন। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামপুর ১ নং ব্লকের বিডিও তন্ময় কার্জি, শ্যামপুর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ নাসরিন সহ অন্যান্যরা।