ছট পুজোয় শুভেচ্ছা বিনিময় মন্ত্রী পুলক রায়ের
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- দুর্গা পুজো, কালী পুজোর পর রবিবার ছট পুজো। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাউড়িয়া, চেঙ্গাইল, ফুলেশ্বর, উলুবেড়িয়াতেও এদিন উৎসবের মেজাজ থাকল ছট পুজো। এদিন বিকেল থেকেই পুজোর সামগ্রী নিয়ে পূর্নার্থীরা উলুবেড়িয়া কালীবাড়ি ঘাট, ফুলেশ্বরের বিবির চড়া, চেঙ্গাইলের নেপালি ঘাট এবং বাউড়িয়া লঞ্চ ঘাটে ভিড় জমাতে শুরু করে। নদীতে স্নান করার পর চলে পুজো পাঠ।ছট পুজো উপলক্ষ্যে বিকেল থেকেই এদিন প্রতিটি ঘাটেই পর্যাপ্ত পুলিস মোতায়েন করা হয়েছিল।
পাশাপাশি নদীতে লঞ্চ এবং নৌকার মাধ্যমে নজরদারি চালানো হয়। সমূহ বিপদ এড়াতে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও প্রস্তুত রাখা হয়। প্রতিটি ঘাটে প্রচুর সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়। এদিন বিকালে বাউড়িয়া ঘাট পরিদর্শনে গিয়ে পূনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা।