আমতায় বিধায়ক নির্মল মাজির বিরোধী গোষ্ঠীর বিজয়া সম্মীলনি

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- কয়েকদিন আগেই হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার বিভিন্ন বিধানসভার সাংগঠনিক কমিটি ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একাধিক জায়গায় রদবদল করা হয়েছে। উলুবেড়িয়া উত্তরে পূর্বতন সভাপতিকে সরিয়ে নতুন সভাপতিকে আনা হয়েছে। নবগঠিত সেই কমিটি বাতিলের দাবি তুললেন খোদ আমতা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলী। বুধবার উলুবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেসের তরফে আমতায় বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। তার চব্বিশ ঘন্টা পার হতে না হতেই একই জায়গায় বিজয়া সম্মিলনীর আয়োজন করলেন বিধায়ক নির্মল মাজির বিরোধী গোষ্ঠীর লোকজন। এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে বিধায়ক নির্মল মাজির বিরুদ্ধে তোপ দাগেন তার বিরোধী গোষ্ঠীর লোকজন।

তাদের অভিযোগ, বিধায়ক দলীয় কর্মীদের সাথে চরম দুর্ব্যবহার করেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সবভারতীর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে দলীয় কর্মীদের হুমকি দেন। বিরোধী দলের গোষ্ঠীর লোকেদের অভিযোগ দলীয় কর্মীদের মতামত উপেক্ষা করেই বিধায়ক নির্মল মাজি নিজের মত নতুন কমিটি তৈরী করেছেন। তাদের অভিযোগ, বিধায়কের পদলেহন করতে পারলে দলের পদ পাবে নচেৎ সে কোন পদ পাবেনা। অবিলম্বে সকলের মতামত নিয়ে নতুন কমিটি তৈরীর দাবি জানান বিরোধী গোষ্ঠীর লোকজন।

বুধবারের বিজয়া সম্মীলনি প্রসঙ্গে তাদের দাবি, বুধবার দলের আসল কমীরা কেউ উপস্থিত ছিলেন না। যারা এসেছিলেন তারা কেউ করে কম্মে খাওয়ানোর জন্য, আবার কেউ এসেছিলেন পদ বাঁচানোর লোভে, আবার কেউ এসেছিলেন পদ পাওয়ার লোভে। এদিন তারা অভিযোগ করেন বিধায়ক ডাঃ নির্মল মাজি নিজের স্বার্থে কমিটি তৈরী করেছেন। এদিন আমতা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা দল করছি। তিনি অভিযোগ করেন, আই প্যাকের তালিকা বাতিল করে বিধায়ক নিজের মত কমিটি গঠন করেছেন। তবে দলের আসল কমীরা এই কমিটি মানবেন না। এদিন তিনি দাবি করেন যদি নতুন কমিটি তৈরী না হয় তাহলে আগামী পঞ্চায়েত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে আমরা লড়াই করবে।

দূর্নীতির প্রশ্নে এদিন ধনঞ্জয় বাকুলি দাবি করেন, যে কোনো তদন্তের সম্মুখীন হতে আমরা রাজী। অন্যদিকে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সভাপতি তপন চক্রবর্তী অভিযোগ করেন কমীরাই বিধায়ককে পচ্ছন্দ করছেন না। আমরা এই বিষয়টি উধ্বতন কর্তৃপক্ষ কে জানিয়েছি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলী, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তপন চক্রবর্তী, প্রবীণ নেতা অশোক মাজি, রসপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়ন্ত পোল্ল্যে সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *