ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উলুবেড়িয়ার শুভদীপ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া-থার্মকলের উপর দেশলাই কাঠি দিয়ে মেসির ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল উলুবেড়িয়া কুলগাছিয়ার শুভদীপ কাঁজী। ইতিমধ্যে তার হাতের কাজের স্বীকৃতি স্বরূপ সংস্থার পাঠানো মেডেল, পেন, শংসাপত্র সহ বিভিন্ন উপহার হাতে পেয়েছে পাঁশকুড়া বনমালী কলেজের শারীরশিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শুভদীপ।
ছোটবেলা থেকেই আঁকার উপর ঝোঁক ছিল শুভদীপের। পরবর্তী সময়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে হাতের কাজ শেখা শুরু করে শুভদীপ। সে জানায় ৭ ঘন্টা সময়ে থামর্কলের উপর ১০ হাজার দেশলাই কাঠি দিয়ে মেসির ছবি আঁকি। এরপর গত আগষ্ট মাসে আমার হাতের কাজ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের দপ্তরে পাঠাই। সেপ্টেম্বর মাসে সংস্থার তরফে আমার হাতের কাজকে স্বীকৃতি দেওয়া হয় এবং কয়েকদিন আগে সংস্থার পাঠানো বিভিন্ন উপহার হাতে পাই।