লাচেনে আটকে থাকা আমতার পর্যটকেরা বাড়ির পথে রওনা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- পাহাড়ে একটানা বৃষ্টিতে একাধিক রাস্তায় ধস নামায় চরম সমস্যায় পড়েছে এই রাজ্য থেকে পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকেরা। বিশেষ করে উত্তর সিকিমের লাচেনে আটকে পড়েছেন প্রায় ২০০ জন পর্যটক। আটকে থাকা পর্যটকদের মধ্যে হাওড়ার আমতার চাকপোতা গ্রামের ১৮ জন পর্যটক আছেন। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত আমতার ১৮ জন পর্যটক উত্তর সিকিমের লাচেনে দুইদিন আটকে থাকার পর প্রশাসনের সাহায্যে বৃহস্পতিবার বিকেলে গ্যাংটকের পথে রওনা দিয়েছেন।
জানা গেছে গত ৬ অক্টোবর আমতার রসপুর গ্রাম পঞ্চায়েতের চাকপোতা গ্রাম থেকে ১৮ জনের একটি দল সিকিমের উদ্দেশ্যে রওনা দেয়। দলে পুরুষদের মধ্যে ৭ জন মহিলা এবং ৫ জন শিশু আছে। জানা গেছে পর্যটক দলের সদস্যরা ৮ তারিখ গ্যংটক পৌছানোর পর বিভিন্ন জায়গা ঘুরে ১০ তারিখ উত্তর সিকিমের লাচেনে পৌছায়। পর্যটক দলের অন্যতম সদস্য প্রবীর খাঁড়া জানান সোমবার বিকেলে লাচেনের হোটেলে পৌছানোর পর আবহাওয়া আরো খারাপ হতে শুরু করে। বুধবার বিকেলে নিউজলপাইগুড়ি থেকে আমাদের ট্রেন থাকায় মঙ্গলবার দুপুরে আমরা হোটেল থেকে রওনা দিয়েছিলাম। যদিও রাস্তায় ধস নামায় আমরা আর এগোতে না পেরে পুনরায় হোটেলে ফিরে আসি। প্রবীর খাঁড়া জানান মঙ্গলবার হোটেলে ফিরে আসার পরেই আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে বুধবারেও আবহাওয়ার কোন উন্নতি না হওয়ায় আমরা দুশ্চিন্তায় ছিলাম। যদিও বৃহস্পতিবার সকালের পর আবহাওয়া কিছুটা উন্নতি হলে প্রশাসনের সাহায্যে আমাদের অন্যত্র নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে দুটি গাড়ি ভাড়া করে আমরা গ্যাংটকের উদ্দ্যেশে রওনা দিই।