উদয়নারায়ণপুরে সিদ্ধেশ্বরী কালীমন্দিরের দ্বারোদঘাটন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়ণপুর- বুধবার উদয়নারায়ণপুরের সোনাতলায় নতুনভাবে নির্মিত প্রাচীন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী বাস্ত কালিমাতা মন্দিরের শুভ দ্বরোদঘাটন হল। এদিন সকালের এই শুভ অনুষ্ঠা্নে উপস্থিত ছিলেন আদ্যাপীঠের মহারাজ মুরাল ভাই, উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা, উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা সহ অন্যনরা। এদিন নতুনভাবে নির্মিত মন্দিরের দ্বারোদঘাটনের পাশাপাশি মন্দিরে বিগ্রহ পুনঃপ্রতিষ্ঠা করা হয়। এাছাড়াও শীতলা মাতা, মনসা মাতা ও ধর্মরাজের ও মন্দির নতুনভাবে তৈরী করা হয়। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর দক্ষিনেশ্বর মন্দিরের আদলে তৈরী এই মন্দির নির্মাণ করা হয়েছে।
গ্রামের এই প্রাচীন মন্দির সর্ম্পকে উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা জানান আনুমানিক ১১০০ বছর আগে গ্রামের এক বাসিন্দা স্বপ্নাদেশ পাওয়ার পরে গ্রামে দামোদর নদীর পাশে মায়ের মন্দির ও মূর্ত্তি প্রতিষ্ঠা হয়। তিনি জানান গ্রামে এই বাস্তু কালী ঠাকুর থাকায় গ্রামে আর কোন কালী পুজো হয়না। বিধায়ক সমীর পাঁজা জানান বহু প্রাচীন এই মন্দির ভগ্নপ্রায় হয়ে যাওয়ায় গ্রামের মানুষদের নিয়ে মন্দিরটি নতুনভাবে তেরীর উদ্যোগ নিই। তিনি জানান প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যায়ে মন্দিরটি নির্মান করা হযেছে। পাশাপাশি মাযের মূর্ত্তিও নতুনভাবে পুনঃপ্রতিষ্ঠা করা হযেছে। সমীর পাঁজা জানান পঞ্চাযেত সমিতির পক্ষ থেকে ৭০ লক্ষ টাকা ব্যায়ে মন্দির চত্বর সাজিয়ে তোলার পাশাপাশি আমি বিধায়ক তহবিলের ১০ লক্ষ টাকা দিয়ে একটি নাট মন্দির তৈরী করে দিযেছি।