দূষণ মুক্ত পৃথিবী গড়ার ডাক নোনা অ্যাথালেটিক ক্লাবের
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪,উলুবেড়িয়া- পৃথিবীতে দূষণের মাত্রা ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। অনিয়মিত বৃক্ষ ছেদন, যথেচ্ছ প্লাস্টিকের ব্যবহারে লাগামছাড়া হারে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর পৃথিবীকে এই দূষণের হাত থেকে বাঁচাতে এবার এগিয়ে এল উলুবেড়িয়া নোনা অ্যাথালেটিক ক্লাব। অষ্টম বর্ষে পদাপর্ন করা মহিলা পুজো কমিটি পরিচালিত এই পুজোর এবারের থিম ধূসর ধরনীতে প্রানের স্পন্দন।
পুজো কমিটির সম্পাদিকা চুমকী ঘোষ জানান বর্তমান যুগে মানুষ সোশ্যাল মিডিয়ায় আকৃষ্ট হয়ে পড়ছে। মানুষ মানুষের সাথে কথা বলতে ভুলে গেছে। মানুষ মানুষকে ভালোবাসতে ভুলে গেছে। এককথায় মানুষ যন্ত্রমানবে পরিনত হয়েছে। শুধু তাই নয় গাছপালা কেটে, পুকুর বুজিয়ে, প্লাস্টিকের ব্যবহার করে আমরা পরিবেশকে দুষিত করে তুলছি। আর পরিবেশকে বাঁচাতে আমরা এই উদ্যোগ নিয়েছি। চুমকী ঘোষ জানান মন্ডপে প্রবেশ পথে দর্শনাথীরা দেখতে পাবে পৃথিবীকে একটি কালো হাত ও একটি সাদা হাত ধরে রেখেছে। এছাড়াও দর্শনাথীরা মন্ডপের ভিতরে প্রবেশ করলে অন্যরকম অনুভুতি পাবে। চুমকী ঘোষ জানান শুধু মন্ডপ সজ্জাই নয় প্রতিমাতেও থাকছে অভিনবত্ব।