আনিসের ভাইয়ের উপর হামলা, প্রতিবাদে আমতা থানা ঘেরাও
নিজেস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- আমতার মৃত ছাত্র নেতা আনিস খানের খুড়তুতো ভাই সলমনকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল থেকে ছুটি হওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হল। উলবেড়িয়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ রবিবার তাকে ছুটি দিয়ে দিলেও তার পরিবারের লোকেরা ছুটি নিতে রাজি হয়নি। সলমনের পরিবারের বক্তব্য এখনো সে সুস্থ হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ রাজনৈতিক চাপে ছেড়ে দিতে চাইছে। তার আরো চিকিৎসার প্রয়োজন রয়েছে। প্রসঙ্গত শুক্রবার রাতে সলমনের উপর চড়াও হয় দূষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে তার মাথার পেছনের দিকে আঘাত করে দুস্কৃতীরা। গুরুতর রক্তাক্ত অবস্থায় সলমনকে উদ্ধার করে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে ও পরে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ তার ভালো চিকিৎসার জন্য তাকে আই সি ইউ তে রাখে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সলমন খানের চিকিৎসার জন্য দুই সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়। সলমনের মাথার সিটি স্ক্যান করা হয়।যদিও সিটি স্ক্যানে কোন সমস্যা না ধরা পড়ায় চিকিৎসকরা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
সেই অনুযায়ী রবিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ সলমনকে ছুটি দিয়ে দেয়। যদিও বেঁকে বসেন সালমানের পরিবারের লোকেরা। তাদের অভিযোগ সলমন সুস্থ হয়নি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোন রাজনৈতিক চাপে পড়ে তাকে ছেড়ে দিতে চাইছে। তাদের প্রশ্ন আইসিইউতে ভর্তি থাকা রোগী কিভাবে ২৪ ঘন্টার মধ্যে এতটাই সুস্থ হয়ে গেল যে তাকে ছেড়ে দেওয়া যায় ? উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে সুপার হাসিবুল মল্লিক বলেন যে দুজন চিকিৎসক দেখছিলেন তারা সালমানের অবস্থার উন্নতি হয়েছে বলেই এবং তাকে ছেড়ে দেওয়া যেতে পারে বলেই মনে করাতেই তারা ছুটি দিয়েছে। এছাড়া অন্য কোন ব্যাপার নেই। অন্যদিকে সলমনের উপর হামলার প্রতিবাদে রবিবার বিকালে আমতা থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিল বাম ছাত্র যুব সংগঠন। এদিন বিকালে আমতা কলতলা মোড় থেকে একটি মিছিল করে আমতা থানার সামনে আসে। পরে থানার সামনে একটি পথসভা করে। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন মীনাক্ষী মূর্খাজী।