শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে অসুস্থ ৩৫
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- শ্রাদ্ধ অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৩৫ জন গ্রামবাসী। জানা গেছে রবিবার উলুবেড়িয়া ২নং ব্লকের জোয়াড়গড়ি গ্রাম পঞ্চায়েতের মাখালপাড়ায় একটি শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে উপস্থিত গ্রামবাসীরা মুড়ি, মুড়কি, বাতাসা, ছোলা সহ বিভিন্ন খাবার খায়। অভিযোগ সেই খাবার খাওয়ার পরেই সন্ধ্যা থেকে গ্রামের বাসিন্দারা পেটের যন্ত্রণা, বমি, পায়খানা উপসর্গ নিয়ে অসুস্থ হতে শুরু করে। এদিকে গ্রামবাসীদের অসুস্থ হওয়ার খবর পাওয়ার পরেই গ্রামে পৌছায় মেডিকেল টিম। গ্রামে পৌছান উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস সহ অন্যান্য আধিকারিকরা। মেডিকেল টিম গ্রামে পৌছানোর পর অসুস্থদের চিকিৎসা শুরু করেন। এই প্রসঙ্গে উলুবেড়িয়া ২ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ পৌলমী প্রধান জানান অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়েছিল। ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রনে। তিনি জানান খাদ্যে কোনরকম বিষক্রিয়া হয়েছে কিনা সেটা জানার জন্য খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।