স্কুল কলেজ চত্বরে নেশার দ্রব্য বিক্রি না করতে উদ্যোগ প্রশাসনের
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- স্কুল কলেজের ১০০ মিটারের মধ্যে নেশার দ্রব্য বিক্রি করা আইননত দন্ডনীয় অপরাধ। যদিও প্রশাসনের নির্দেশকে উপেক্ষা করেই স্কুল কলেজের ১০০ মিটারের মধ্যে অবাধে বিক্রি হচ্ছে নেশার দ্রব্য। আর নেশার প্রবনতা থেকে ছাত্রছাত্রীদের বাঁচাতেএবার কোমর বেঁধে নামল উলুবেড়িয়া প্রশাসন। বুধবার স্বাস্থ্য দপ্তর, উলুবেড়িয়া ১নং ব্লক প্রশাসন ও মহেশপুর উচ্চ বিদ্যালয় ও পুলিস প্রশাস একযোগে উলুবেড়িয়া বীরশিবপুরের মহেশপুর উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালালো।
এদিন প্রশাসনের আধিকারিকরা এবং বিদ্যালয়ের শিক্ষকরা মহেশপুর উচ্চ বিদ্যালয় থেকে কালীমন্দির পর্যন্ত বিদ্যালয়ের সামনের রাস্তায় বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে দোকানদারদের নেশার দ্রব্য বিক্রি না করার ব্যাপারে সর্তক করেন। পাশাপাশি বিদ্যালয়ের ১০০ মিটার দূরত্বে দুইদিকে টোব্যাকো মুক্ত জোন হিসাবে চিহ্নিত করার জন্য রাস্তার উপর লিখে দেওয়া হয়। এদিনের এই অভিযান সর্ম্পকে উলুবেড়িয়া ১ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক অর্পিতা চক্রবর্তী জানান নেশার কুপ্রভাব থেকে ছাত্রছাত্রীরা বাঁচাতে বুধবার আমরা মহেশপুর বিদ্যালয়ের আশেপাশে দোকানে নেশার দ্রব্য বিক্রি না করার ব্যাপারে দোকানদারদের সর্তক করেছি। পাশাপাশি বাসিন্দাদের এই ব্যাপারে ও সচেতন করা হয়েছে। তিনি জানান স্কুল কলেজের ১০০ মিটারের মধ্যে নেশার দ্রব্য বিক্রি করা আইননত দন্ডনীয় অপরাধ। এই ধরনের জিনিষ কেউ বিক্রি করলে তার জেল জরিমানা দুটো হতে পারে।