আর্ন্তজাতিক ক্যারাটে চ্যাম্পিয়ানশিপে সফল রাজ্যের দুই
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- কমনওয়েলথ গেমসে ৭৩ কেজি ভারোত্তলন বিভাগে স্বর্ন পদক লাভ করেছিলেন পাঁচলার দেউলপুরের অচিন্ত্য শিউলি। আর এবার আর্ন্তজাতিক স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় রৌপ পদক লাভ করল রাজ্যের দুই কিশোর কিশোরী। জানা গেছে গত ২০ এবং ২১ শে আগষ্ট কর্ণাটকে আর্ন্তজাতিক ওপেন ক্যারাটে প্রতিযোগিতার আসর বসেছিল। প্রতিযোগিতায় উদয়নারায়ণপুরের পাঁচারুলের কাঁকড়াই গ্রামের সমাপ্তি কোলে এবং হুগলীর জাঙ্গিপাড়ার রঞ্জপুরের সৌমদীপ কাঁড়ার অংশ নিয়েছিল। প্রতিযোগিতায় ভারত ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা, জাপান ও আমেরিকার ২ হাজার ৮০০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। আর এই প্রতিযোগিতায় বয়স ভিত্তিক সিনিয়র গ্রুপ ডি বিভাগে সমাপ্তি এবং সৌমদীপ রৌপ পদক লাভ করেছে। দুই সফল প্র্রতিযোগীর কোচ রনজিত ধাড়া জানান প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ থেকে এই দুজন প্রতিযোগী অংশ নিযেছিল।