ডেঙ্গি প্রতিরোধে বিশেষ অভিযান উলুবেড়িয়া পুরসভার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বর্ষার মরসুমে ডেঙ্গির বাড় বাড়ন্ত রুখতে এবার কোমর বেঁধে নামল উলুবেড়িয়া পুরসভা। মঙ্গলবার ডেঙ্গি প্রতিরোধে বিশেষ অভিযানে নামল উলুবেড়িয়া পুরসভা। এদিন এই অভিযান দলে ছিলেন উলুবেড়িয়ার মহকুমা শাসক শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নিলাদ্রী শেখর দে, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং পুরসভার সাফাই বিভাগের কর্মীরা।
এদিন পুরসভার পক্ষ থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বিদ্যালয়, কলেজ, হাসপাতাল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থাকা নিকাশী নালা পরিস্কার করা ছাড়াও ব্লিচিং পাউডার ছড়ানো ও মশা মারার তেল স্প্রে করা হয়। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় ধোঁওয়া স্প্রে করা হয়। এই অভিযান প্রসঙ্গে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী। তার নির্দেশে এই বিশেষ অভিযান।