নিজস্ব সংবাদদাতা, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর – দুর্গা পুজোর ঢাকে কাঠি পড়তে এখনও কিছুটা দেরি হলেও ইতিমধ্যে পুজো কমিটিগুলি তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সাবেকিয়ানা থেকে থিম লড়াই এর ময়দানে নামার জন্য উন্মাদনার পারদ ক্রমশ বাড়ছে। বাদ নেই গ্রামীণ হাওড়ার শ্যামপুর। ইতিমধ্যে শ্যামপুরের বাছরী যুব সংঘ তাদের এই বছরের থিম ভাবনা “কেদারনাথের মন্দির” প্রকাশ করেছে। আর জন্মাষ্ঠমীর পুণ্যলগ্নে পুজো কমিটি আনুষ্ঠানিক ভাবে খুঁটি পুজোর মাধ্যমে মন্ডপ তৈরির কাজ শুরু করল।
গত কয়েক বছর শ্যামপুরের বাছরী যুব সংঘ গ্রামীণ হাওড়া মানুষকে একাধিক থিমের মন্ডপ উপহার দিয়ে এসেছে। নেপালের শান্তি বৌদ্ধস্তুপ থেকে ভুটানের স্বর্ণমন্দির, হোগলা পাতার মাতৃ প্রতিমা, দিল্লির লাল কেল্লা থেকে রেশমী সুতোর প্রতিমা মানুষের মন জয় করে নিয়েছিল। আর সেই কথা মাথায় রেখে এই বছর বাছরী যুব সংঘের নিবেদন কেদারনাথ মন্দিরের আদলে পূজামন্ডপ। পুজো কমিটির সম্পাদক সাহেব প্রামানিক বলেন বর্তমানে তরুণ প্রজন্মের কাছে কেদারনাথ মন্দির দর্শন করতে যাওয়াটা একটা স্বপ্নে পরিণত হয়েছে। তবে শুধু তরুণ প্রজন্ম নয় সব বয়সী মানুষের কাছে কেদারনাথ মন্দির দর্শন করতে যাওয়ার সুপ্ত বাসনা থাকে। সেই কারণে এই বছর দুর্গাপুজোতে সকল দর্শনার্থীর স্বপ্ন, ইচ্ছে, মনস্কামনা পূরণ করার লক্ষে কেদারনাথ মন্দিরকে থিম হিসাবে নির্বাচন করছি। বাছরী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিশালক্ষ্মী তলার মাঠে কেদারনাথ মন্দিরের আদলে মন্ডপ গড়ে তোলা হবে। চতুর্থী তিথিতে মন্ডপ উদ্বোধন করা হবে।
এই বিষয়ে পুজো কমিটির সদস্য শান্তনু বিশ্বাস জানান শুধু মন্ডপ ভাবনা নয় প্রতিবারের মতো এই বারেও প্রতিমাতে থাকবে অভিনবত্বের ছোঁয়া। থাকবে চোখ ধাঁধানো, রকমারী আলোক সজ্জা।