উলুবেড়িয়ায় কৃষ্ণ সাজো প্রতিযোগিতা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া – আজ জন্মাষ্টমী। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন প্রান্তে শুরু দফায় দফায় বৃষ্টি। যদিও বৃষ্টিকে উপেক্ষা করেই প্রতিটি ঘরে ঘরে সাড়ম্ভরে পালিত হল জন্মাষ্টমী। অন্যদিকে দুইবছর পর করোনার আতঙ্ক কাটিয়ে উলুবেড়িয়ায় ক্ষুদেদের নিয়ে কৃষ্ণ সাজো প্রতিযোগিতার আয়োজন হল। এদিন বিকেলে উলুবেড়িয়া নোনা অ্যাথালেটিক ক্লাব এবং উলুবেড়িয়া শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতেও কৃষ্ণ সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।
এদিন দুটি জায়গাতেই বৃষ্টি উপেক্ষা করে প্রচুর ক্ষুদে কৃষ্ণ সাজে উপস্থিত হয়েছিল। এদিন নোনা অ্যাথালেটিক ক্লাবের কৃষ্ণ সাজো প্রতিযোগিতায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস-চেয়ারম্যান ইনামুর রহমান, ক্লাবের কার্যকরী সভাপতি গৌতম বোস সহ অন্যান্যরা। অন্যদিকে এদিন উলুবেড়িয়া লোকনাথ ধামে লোকনাথ বাবার জন্মদিন পালন করা হয়। এদিন বিভিন্ন জায়গায় খুঁটি পুজো অনুষ্ঠিত হয়।