বেজির পায়ে রঙ লাগিয়ে ছবি
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া – প্রতিবেশীর পোষা বেজির পায়ে রঙ লাগিয়ে সাদা ক্যানভাসে ছবি এঁকে সেই ছব সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করেছিলেন চিত্র শিল্পী কৈলাস পুরকাইত। আর সোশ্যাল মিডিয়ায় এই অমানবিকতার ছবি দেখে ক্ষুব্ধ পরিবেশ কর্মীরা। তারা ওই চিত্রশিল্পীর বিরুদ্ধে বন দপ্তরে অভিযোগ জানিয়েছে। বন দপ্তর বেজিটিকে উদ্ধার করেছে।
জানা গেছে বৃহস্পতিবার উলুবেড়িয়ার তপনার বাসিন্দা চিত্রশিল্পী কৈলাস পুরকাইত প্রতিবেশীর পোষা বেজির পায়ে রঙ লাগিয়ে সাদা ক্যানভাসে ছবি ফুটিয়ে তোলেন। পরে সেই ছবি আঁকার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কৈলাস পুরকাইত। আর বিষয়টি সামনে আসার পর খুবই ফেটে পড়েন পরিবেশকর্মীরা। তারা বন দপ্তরে অভিযোগ জানায়। বৃহস্পতিবার বিকেলে বন দপ্তরের কর্মীরা বেজিটিকে উদ্ধার করে নিয়ে যায়। এই ব্যাপারে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সম্পাদক সম্রাট মন্ডল জানান ১৯৭২ বন্যপ্রাণ আইন অনুযায়ী বেজিকে বাড়িতে পোষা বা আটকে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। আজ উলুবেড়িয়ায় এইরকম একটা ঘটনা ঘটেছে। আমরা বন দপ্তরে অভিযোগ জানিয়েছি। এই প্রসঙ্গে বন দপ্তরের উলুবেড়িয়ার রেঞ্জার রাজেশ মুখোপাধ্যায় জানান বেজিটিকে উদ্ধার করার পাশাপাশি ওই ব্যক্তিকে সতর্ক করার পাশাপাশি মুচলেকা লিখিয়ে নেওয়া হয়েছে।