আমতা হাসপাতাল পরিদর্শন বিধানসভার স্বাস্থ্য সম্পর্কিত পরিবার কল্যাণ বিভাগের
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- আগামী বছরের শুরুতেই আমতা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক এবং চক্ষু অপারেশন শুরু হয়ে যাবে। বুধবার আমতা হাসপাতাল পরিদর্শনে এসে এই কথা বলেন বিধানসভার স্বাস্থ্য বিষয়ক ষ্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি। বুধবার নির্মীয়মান আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে আসেন বিধানসভার স্বাস্থ্য সম্পর্কিত পরিবার কল্যাণ বিভাগের স্থায়ী কমিটির সদস্যরা।
পরে ডাঃ নির্মল মাজি বলেন ২৮ হাজার স্কোয়ার ফুট এলাকায় ৪৫০ শয্যার ৮ তলা সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হচ্ছে। প্রথম পর্যায়ে ৪ তলা পর্যন্ত হবে। দ্বিতীয় পর্যায় আরও ৪ টি তল নির্মিত হবে। বিধায়ক বলেন সুপার স্পেশালিটি হাসপাতালে আইসিসিইউ, এইচডিইউ, আইটিইউ ছাড়া অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা থাকবে। ২০২৪ সাল থেকে আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হয়ে যাবে বলে জানান বিধায়ক ডাঃ নির্মল মাজি। তিনি বলেন হাসপাতাল চালু হয়ে গেলে হাওড়া জেলার পাশাপাশি অন্যান্য জেলার মানুষ ও উপকৃত হবেন।