উলুবেড়িয়ার নার্সিং হোমে হানা পুরসভা ও স্বাস্থ্য দপ্তরের
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া – মঙ্গলবার উলুবেড়িয়া পুরসভার ডাম্পিং গ্রাউন্ড থেকে ১৭ টি মৃত মানব ভ্রুণ উদ্ধারের পরেই নড়েচড়ে বসল উলুবেড়িয়া পুরসভা এবং জেলা স্বাস্থ্য দপ্তর। বুধবার দুপুরে উলুবেড়িয়া পুরসভা এবং স্বাস্থ্য দপ্তর যৌথভাবে উলুবেড়িয়ার বেশ কয়েকটি নার্সিং হোমে হানা দিল। এদিন পরিদর্শন দলে ছিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস-চেয়ারম্যান ইনামুর রহমান, উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ, একজন শিশু রোগ বিশেষজ্ঞ, জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের প্রতিনিধি, উলুবেড়িয়া মহকুমাশাসকের প্রতিনিধিরা। এদিন কমিটির সদস্যরা বিভিন্ন নার্সিংহোম পরিদর্শন করার পাশাপাশি কাগজপত্র পরীক্ষা করে দেখেন। সূত্রের খবর একটি নার্সিংহোমের ক্ষেত্রে কিছু অসঙ্গতি ধরা পড়েছে।
এই ব্যাপারে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস এবং ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান জানান ইতিমধ্যে ডাম্পিং গ্রাউন্ডে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি তিনটি শিফটে নিরাপত্তা রক্ষী বসানো হয়েছে। এছাড়াও হাসপাতাল ও নার্সিংহোম থেকে নোংরা আবর্জনা সংগ্রহ করার ক্ষেত্রে সাফাই কর্মীদের আরো বেশি করে সচেতন হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চেয়ারম্যান অভয় দাস ও ভাইস-চেয়ারম্যান ইনামুর রহমান জানান যে নার্সিংহোমের ক্ষেত্রে অসংগতি ধরা পড়েছে আমরা জেলা স্বাস্থ্য আধিকারিক কে বলবো ওই নার্সিংহোমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।