কোটালের জলে প্লাবিত শ্যামপুরের অনন্তপুর
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- নিম্নচাপের বৃষ্টির পাশাপাশি পূর্নিমার কোটালের জলের চাপে রবিবার দুপুরে হাওড়া জেলার শ্যামপুরের রূপনারায়ণ নদী সংলগ্ন অনন্তপুর সুইস গেট সংলগ্ন এলাকায় লাউলি খালের বাঁধ ভাঙলো। নদীর জলে ঢুকে প্লাবিত হল অনন্তপুর সহ বির্স্তীন এলাকা। বাড়িতে জল ঢোকার পাশাপাশি পুকুরেও জল ঢুকে যাওয়ায় নষ্ট হয়েছে পুকুরের মাছ। তবে ভাটা পড়তেই জোয়ারের জল নামতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরলেও রাতে আবার জোয়ার আসলে কি হবে সেই চিন্তায় আতঙ্ক বাড়ছে বাসিন্দাদের।
রূপনারায়ণ নদী থেকে ঢুকে গিয়েছে অন্তপুর লাউলি খাল। রবিবার এই এলাকার বাঁধ ভেঙে গিয়ে সাইবানিয়া, ঝুমঝুমি, হেড়া, গোজলা সহ একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করে। রাস্তাঘাট থেকে জলাজমিতে জল ঢুকে যায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এই সমস্যা থেকে এলাকার মানুষদের বাঁচাতে হলে লাউলি খালের ৫০০ মিটার ভাঙন প্রবন এলাকায় মজুবত করে বাঁধ দিতে হবে। এছাড়াও এখানে একটা বড় সুইস গেট আছে সেটাও সংস্কার করতে হবে।
এই বিষয়ে শ্যামপুর ২ নং ব্লকের বিডিও ফারহানাজ খানম ও পঞ্চাযেত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা জানান আমরা এলাকা পরিদর্শন করেছি। প্রয়োজনে লোকেদের সরিয়ে আনার জন্য দুটি বিদ্যালয় প্রস্তত রাখা হয়েছে। প্রয়োজনে মানুষকে চলে আসতে বলা হয়েছে। এছাড়াও সুইস গেট এবং কংক্রিটের বাঁধ তৈরী করার ব্যাপারে আমরা সেচ দপ্তর এবং বিধায়ক সহ প্রশাসনের সঙ্গে কথা বলছি। অন্যদিকে এদিন কোটালের জেরে উলুবেড়িয়ার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গন ও ফুলেশ্বরের বিবির চড়াতেও জল ঢুকে যায়।