জীব্রাল্টার প্রনালী পার করলেন তাহরিনা নাসরিন

Spread the love

নিজস্ব প্রতিনিধি. হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে স্পেনের জীব্রাল্টার প্রনালী পার করলেন ইংলিশ চ্যানেল জয়ী উলুবেড়িয়া নিমদীঘির বাসিন্দা তাহরিনা নাসরিন। বৃহস্পতিবার স্পেনের সময় ২টো ৩৩ মিনিটে ৪ ঘন্টা ২৩ মিনিটে তারীফা থেকে মরক্কো দীর্ঘ ১৫,১ কিলোমাটির জলপথ অতিক্রম করেন আয়কর দপ্তরের কর্মী তাহরিনা নাসরিন। অন্যদিকে নিজের স্বপ্ন পূরণ হওয়ায় খুশী তাহরিনা। পাশাপাশি তাহরিনার এই সাফল্যে পরিবারে খুশীর হাওয়া।

নিজের সাফল্য সর্ম্পকে স্পেন থেকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাহরিনা নাসরিন জানান ২০১৫ সালে ইংলিশ চ্যানেল পার করার পরেই জীব্রাল্টার প্রনালী পার করার সিদ্ধান্ত নিই। সেইমত ২০১৮ সালে প্রথমবার ভিসার আবেদন করি। যদিও আমি স্পেনে গেলে সেখানে থেকে যাব এই কারণ দেখিয়ে আমার ভিসার আবেদন বাতিল হয়ে যায়। পরে ২০১৯ সালে দ্বিতীয়বারের জন্য ভিসার আবেদন করলেও একই কারণ দেখিয়ে আমার ভিসা বাতিল করে দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০২০ এবং ২১ সালে করোনার কারণে ভিসার আবেদন করতে না পারলেও ২০২২ সালে পুনরায় তৃতীয়বারের জন্য ভিসার আবেদন করলেও এবারেও আমার ভিসার আবেদন বাতিল হয়ে যায়। যদিও পরে দিল্লী তেকে আমার ভিসা মঞ্জুর হয়। তাহরিনা জানান গত ৮ আগষ্ট কলকাতা থেকে স্পেনের উদ্দ্যেশে রওনা দেওয়ার পর ৯ আগষ্ট স্পেনে পৌছাই। তিনি জানান এরপর ১১ আগষ্ট স্পেনের সময় সকাল ১০টা ১০ মিনিটে তারীফা থেকে সাঁতার শুরু করে দুপুর ২টো ৩৩ মিনিটে সাঁতার শেষ করি। জলে প্রচুর স্রোত থাকায় কিছুটা সময় বেশী লেগেছে বলে জানান তাহরিনা নাসরিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *