শ্যামপুর থেকে ৩টি মৃত গোসাপ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪. শ্যামপুর- গত জুলাই মাসের মাঝামাঝি শ্যামপুরের ডিহিমন্ডলঘাটের দক্ষিন পাড়ার একটি বাঁশ বাগান থেকে ৫টি মৃত গোসাপ উদ্ধার করেছিল বনদপ্তর। আর সেই রেশ কাটতে না কাটতেই এবার শ্যামপুরের গুজারপুরের পাঁজা পাড়া থেকে আবার ৩টি মৃত গোসাপ উদ্ধার করল বন দপ্তর। বন দপ্তর সূত্রে খবর গোসাপগুলির মৃত্যুর কারণ খুঁজতে সেগুলির ময়না তদন্ত করা হচ্ছে। এই ঘটনার পরেই এলাকাবাসীকে সচেতন করতে মাঠে নেমেছে বন দপ্তর ও পরিবেশকর্মীরা। রবিবার সকাল থেকেই বনদপ্তর ও পরিবেশকর্মীরা গুজারপুর এলাকায় মাইকিং করে মানুষকে সচেতন করা শুরু করেছে।
জানা গেছে গত শুক্রবার গুজারপুরের পাঁজা পাড়ায় একটি বাড়ির পিছনের ঝোপে ২টি গোসাপকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। শনিবার আবার সেখানে আরোও একটি গোসাপকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপরেই স্থানীয় বাসিন্দারা হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের শ্যামপুর ইউনিটের সঙ্গে যোগাযোগ করে। খবর পাওয়া মাত্র হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের শ্যামপুর ইউনিটের সদস্য সঙ্গীতা গিরি ঘটনাস্থলে যান। এবং বন দপ্তরকে বিষয়টি জানালে তারা মৃত গোসাপগুলি উদ্ধার করে নিয়ে যায়।