স্পেশাল অলিম্পিক ইউনিফায়েড ফুটবলে ভারতের ব্রোঞ্জ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের ডেট্রয়েট শহরে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ইউনিফায়েড ফুটবল-২০২২ প্রতিযোগিতার তৃতীয় ডিভিশনের তৃতীয় স্থান নির্ধারক খেলায় ব্রোঞ্জ পদক পেল ভারত। গত শুক্রবার তৃতীয় ডিভিশনের তৃতীয় স্থান নির্ধারক খেলায় ভারত শ্রীলঙ্কাকে পরাজিত করে। প্রতিযোগিতায় নামিবিয়া সোনা এবং সংযুক্ত আরব আমির শাহী রুপোর পদক লাভ করেছে। এদিকে প্রতিযোগিতায় ভারত ব্রোঞ্চ পদক পাওয়ায় খুশী উলুবেড়িয়া আশা ভবন সেন্টারের কর্নধার জন মেরী বারুই। তিনি জানান আশা ভবন সেন্টারের আবাসিক ইত্তেশমা এবং জাহিরা আমাদের গর্ব। নতুন প্রজন্মকে ওদের এই সাফল্য প্রেরনা যোগাবে।
প্রসঙ্গত গত ৩০ জুলাই থেকে ৭ আগষ্ট পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের ডেট্রয়েট শহরে স্পেশাল অলিম্পিক ইউনিফায়েড ফুটবল- ২০২২ এর আসর বসেছিল। প্রতিযোগিতায় ভারতীয় মহিলা ফুটবল দলে ১১ জন অংশ নিয়েছিল। প্রতিযোগিতায় ভারত ছাড়াও ক্যারিবিয়ান, কোষ্টারিকা, গুয়াতেমালা,মেক্সিকো, নামিবিয়া, স্লোভাকিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমির শাহী এবং ইউ এস এ অংশ নিয়েছিল।