হাওড়া জেলার শিল্প তালুক পরিদর্শন করলেন মন্ত্রী ডঃ শশী পাঁজা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- দুইদিন আগেই রাজ্যের শিল্প ও বানিজ্য মন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ডঃ শশী পাঁজা। আর দায়িত্ব নেওয়ার পরেই শুক্রবার দুপুরে হাওড়া জেলার অন্যতম দুটি শিল্প তালুক সাঁকরাইলের ধূলাগড় এবং উলুবেড়িয়ার শিল্প বিকাশ কেন্দ্র পরিদর্শন করলেন শিল্প ও বানিজ্য মন্ত্রী ডঃ শশী পাঁজা। পাশাপাশি বিভিন্ন শিল্প কারখানার প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী ডঃ শশী পাঁজা। এদিন দুপুরে প্রথমে সাঁকরাইলের ধালাগড় ইন্ড্রস্টিয়াল পার্ক পরিদর্শন করেন মন্ত্রী পরে তিনি উলুবেড়িয়ার বীরশিবপুরের শিল্প বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন।
এদিন মন্ত্রী ডঃ শশী পাঁজা বলেন এই রাজ্য সরকার শিল্প বান্ধব। শিল্পপতিদের উদ্দ্যেশে সবসময় এই বার্তা দেওয়া হয়েছে। তিনি বলেন আজ আমরা শিল্প তালুকগুলি পরিদর্শন করার পাশাপাশি এখানাকার সমস্যাগুলো লিখে নিয়েছি। মন্ত্রী বলেন আজ সবথেকে ভালো লাগছে শিল্প কারখানার প্রতিনিধিরা স্বাচ্ছন্দে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন এখানে বর্ষাকালে জল জমার একটা সমস্যা আছে। এখানকার ক্যনেল ড্রেজিং করার ব্যাপারে আমরা সেচ দপ্তরের সঙ্গে কথা বলব। মন্ত্রী বলেন এখানে টোল ট্যাক্সের ও একটা সমস্যা আছে। দুবার ট্যাক্স নেওয়ায় সমস্যা দেখা দিচ্ছে। উলুবেড়িয়া শিল্প বিকাশ কেন্দ্রে একাধিক কারখানা বন্ধ প্রসঙ্গে তিনি বলেন এইসব কারখানার মামলা মোকদ্দমা চলছে। সেইজন্য এইসব নিয়ে কিছু করা যাবেনা। তবে যদি কোন কারখানা এমনি বন্ধ অবস্থায় পড়ে থাকে তাহলে সেইসব নিলামের চিন্তাভাবনা করা হবে বলে জানান মন্ত্রী ডঃ শশী পাঁজা।