সোনার ছেলে দেউলপুরের অচিন্ত্য
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, পাঁচলা- রবিবার সন্ধ্যায় ইংল্যান্ডের বার্মিংহাম থেকে মাকে ফোন করেছিল পাঁচলার দেউলপুরের সোনার ছেলে অচিন্ত্য শিউলি। আস্তে আস্তে খেলবি, সাবধানে খেলবি,আর তোকে সোনার পদক জিততেই হবে ছেলেকে শুধু এই কয়েকটা কথা বলেছিলেন মা পূর্ণিমা শিউলি। আর তারপরেই মায়ের কথা রেখে ৭৩ কেজি ভারোত্তোলক বিভাগে সোনার পদক জিতে দেশের মূখ উজ্জ্বল করল অচিন্ত্য শিউলি।
রবিবার সন্ধ্যা থেকেই দেউলপুরে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছিল। আর রাতে অচিন্ত্যর গলায় সোনার পদক ঝোলার পর থেকেই উৎসবে মাতল গোটা দেউলপুর। জাতীয় পতাকা উড়িয়ে, বাজনা বাজিয়ে, বাজি ফাটিয়ে গ্রামের ছেলের সাফল্যকে অভিনন্দন জানালো গোটা দেউলপুর গ্রাম। অন্যদিকে শুধু দেউলপুর গ্রামের মানুষ নয় অচিন্ত্যর সাফল্যে সোমবার আনন্দে মেতে উঠেছিল দেউলপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে অচিন্ত্যর বাড়িতে গিয়ে মায়ের হাতে পুস্প স্তবক ও মিষ্টি তুলে দেওয়া হয়। পূর্ণিমা শিউলি জানান অচিন্ত্য নারকেল নাড়ু এবং সুজি বিস্কুট খেতে খুব ভালোবাসে। বার্মিংহামে খেলতে যাওয়ার আগে আমি কুরিয়ারে নারকেল নাড়ু আর বিস্কুট পাঠিয়েছি।