আবগারি দপ্তরের অভিযান,উদ্ধার দেড় হাজার লিটার চোলাই মদ


নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- গভীর রাতে ছোট চারচাকা গাড়ি এবং বাইকে করে চোলাই পাচারের সময় আবগারি দপ্তরের আধিকারিকদের হাতে ধরা পড়ে গেল চার চোলাই কারবারি। উদ্ধার হল প্রায় দেড় হাজার লিটার চোলাই মদ।


আবগারি দপ্তর সূত্রে জানা গেছে বুধবার আবগারি দপ্তরের কাছে খবর আসে রাতে উলুবেড়িয়ার ধূলাসিমলা থেকে একটি ছোট চারচাকা গাড়ি ও বাইকে করে বিপুল পরিমান চোলাই মদ পূর্ব মেদিনীপুরে যাবে। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে ১৬ নং জাতীয় সড়কের উলবেড়িয়া নিমদীঘি মোড়ে সাদা পোশাকে অপেক্ষা করতে থাকে উলুবেড়িয়ার আবগারি ওসি কিশোর রায় এবং বাগনানের আবগারি ওসি জিৎ সরকার। এরপরেই ছোট চারচাকা গাড়ি ও বাইকে করে চোলাই মদ পাচার করার সময় তাদের হাতেনাতে ধরে ফেলে আবগারি আধিকারিরা। উদ্ধার হয় বিপুল পরিমান চোলাই মদ। ঘটনায় আধিকারিকরা চারজনকে গ্রেপ্তার করে। চারচাকা গাড়ি ও বাইকটি বাজেয়াপ্ত করেছে আবগারি দপ্তর।
