চুরি হওয়া বিগ্রহ উদ্ধার করল আমতা থানার পুলিশ. গ্রেপ্তার ২


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- রাতের অন্ধকারে একটি বেসরকারি নার্সিং হোম চত্বরে থাকা মন্দির থেকে চুরি হওয়া রাধাকৃষ্ণের বিগ্রহ সহ বিভিন্ন সময় অন্যান্য মন্দির থেকে চুরি হওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করল পুলিশ। ঘটনায় আমতা থানার পুলিশ মনোজ ঘোরাই ওরফে পুস্প এবং মলয় সামন্ত নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল।


হাওড়া গ্রামীন জেলা পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে দুস্কৃতীরা আমতা থানা এলাকার একটি বেসরকারি নার্সিং হোম চত্বরে থাকা মন্দির থেকে রাধাকৃষ্ণের বিগ্রহ চুরি করে চম্পট দেয়। ঘটনয় বুধবার নার্সিং হোম কর্তৃপক্ষ আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরে পুলিশ তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি বিগ্রহ সহ অন্যান্য মন্দির থেকে চুরি হওয়া বিভিন্ন জিনিস উদ্ধার করে।

