খালনায় খাল সংস্কারের কাজের সূচনা


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, খালনা- সোমবার আমতা ২ নং ব্লকের খালনা গ্রাম পঞ্চায়েতের পূর্ব খালনায় একটি খাল সংস্কারের কাজের সূচনা হল। এদিন রাজ্য সরকারের জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের উদ্যোগে সংস্কার হওয়া এই কাজের সূচনা করেন আমতার বিধায়ক সুকান্ত পাল। প্রশাসন সূত্রে খবর প্রায় ১৩০০ মিটার দীর্ঘ এই খাল সংস্কারে ব্যায় হবে ১৫ লক্ষ টাকা।


এদিন বিধায়ক সুকান্ত পাল জানান খালটি সংস্কার হওয়ায় জল ধারনের ক্ষমতা বৃদ্ধি পাবে। খালটি সংস্কারের কাজ শেষ হলে এই এলাকার ২০০ কৃষক পরিবার উপকৃত হবেন বলে জানান বিধায়ক সুকান্ত পাল। অন্যদিকে খাল সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশী কৃষকেরা।

