আমতা ২ নং ব্লক এলাকায় আড়াই কোটি টাজ ব্যায়ে ঢালাই সেতু


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- আমতা ২ নং ব্লকের তেখালা পয়েন্ট এলাকায় থাকা একটি কাঠের সেতুর জায়গায় নতুন ঢালাই সেতু তৈরী হল। প্রশাসন সূত্রে খবর ওয়েস্টবেঙ্গল মেজর ইরিগেশন এন্ড ফ্লাড ম্যানেজমেন্ট প্রকল্পে গাইঘাটা খাল, শর্টকার্ট চ্যানেল এবং মজা দামোদর সংযোগস্থলে এই সেতু নির্মিত হয়েছে। প্রশাসন সূত্রে খবর ৪৫ মিটার লম্বা এবং ৫ মিটার চওড়া এই সেতুটি নির্মাণ করতে ব্যায় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।


আমতার বিধায়ক সুকান্ত পাল জানান তেখালা পয়েন্টে এই সেতু নির্মান হওয়ায় খালনা থেকে বাকসি যাওয়ার রাস্তার দূরত্ব প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত কমে যাবে এবং সময় ও অনেকটাই বাঁচবে। তিনি জানান নতুন এই সেতুটি নির্মাণের ফলে অনেক সহজেই কাশমলি, বাকসীহাট ও আমতা ২ নং ব্লক অফিসে পৌছানো যাবে।

