বাগনান থানা এলাকা থেকে প্রচুর পরিমান চোলাই মদ উদ্ধার


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- সোমবার ভোররাতে বাগনানের অন্টিলায় অভিযান চালিয়ে প্রায় ১২০০ লিটার চোলাই মদ উদ্ধার করল আবগারি দপ্তর। আবগারি দপ্তর সূত্রে খবর উদ্ধার হওয়া চোলাই মদের বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা। জেলা আবগারি দপ্তর সূত্রে খবর বেশ কিছুদিন ধরে আবগারি দপ্তরের কাছে খবর আসছিল চড়ক মেলা উপলক্ষ্যে বাগনানের আন্টিলায় চোলাই মদ মজুদ করার পরিকল্পনা করছে চোলাই কারবারিরা।


সেইমত সোমবার ভোররাতে কোন বাহিনী ছাড়াই আবগারি দপ্তরের আন্দুল রেঞ্জের এ্যাসিটেন্ট কমিশনার ইন্দ্রজিৎমিত্র এবং উলুবেড়িয়া রেঞ্জের এ্যাসিটেন্ট কমিশনার পলাশ বিশ্বাস রাস্তায় ফাঁদ পাতেন। এরপর সোমবার ভোর ৪টে নাগাদ বাগনান থানার আন্টিলার কাছে একটি প্রাইভেট গাড়িকে আটকে তাতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান চোলাই মদ উদ্ধার করে আবাগারি দপ্তরের আধিকারিকরা।

