উলুবেড়িয়ায় খাল সংস্কারের কাজের সূচনায় মন্ত্রী পুলক রায়

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বৃহস্পতিবার উলুবেড়িয়া দক্ষিন বিধানসভা কেন্দ্রের ভেকুটালে একটি খাল সংস্কারের কাজের সূচনা করলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান এবং উন্নয়ন দপ্তরের উদ্যোগে ভেকুটাল শিবতলা হালদার পাড়া থেকে মনসাতলা বাসষ্ট্যান্ড পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ খালটি সংস্কার করতে ব্যায় হবে প্রায় ৫৮ লক্ষ টাকা।

এদিন খাল সংস্কারের সূচনা করে মন্ত্রী পুলক রায় বলেন আগে এই খালের জলে ৮ হেক্টর জমিতে চাষ হত। খালটি সংস্কার হলে ৩৯ হেক্টর জমিতে চাষ হবে বলে দাবি করেন মন্ত্রী পুলক রায়। তিনি বলেন খালটি সংস্কার হয়ে গেলে এলাকার ১৩১০ জন চাষী উপকৃত হবেন। চাষীদের চাষে সাহায্যের জন্য এলাকায় ৩টি সোলার পাম্পিং ষ্টেশন এবং ৮টি ইন এন্ড আউটলেট করা হচ্ছে বলেও জানান মন্ত্রী পুলক রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *