উলুবেড়িয়ায় বিজেপির বিক্ষোভ কর্মসূচী


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুববেড়িয়া- বুধবার চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে বৃহস্পতিবার উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি নেতা কর্মীরা। বৃহস্পতিবার বেলায় বিজেপি হাওড়া গ্রামীন জেলার বিজেপি নেতা কর্মীরা দলবদ্ধ হয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে আসার আগেই পুলিশের দেওয়া ব্যারিকেডের বাধার মুখে পড়ে তারা। সেখানে বিজেপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গেএকপ্রস্থ ধ্বস্তাধ্বস্তি হয়। পুলিশের বাধার মুখে পড়ে বিজেপি নেতা কর্মীরা রাস্তার উপর বসে পড়ে। প্রায় আধঘন্টা বিক্ষোভ চলার পর কর্মসূচী শেষ হয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচীর নেতৃত্ব দেন বিজেপির হাওড়া গ্রামীন জেলার সভাপতি দেবাশীষ সামন্ত, সহ সভাপতি রমেশ সাঁধাখা সহ অন্যান্য নেতৃত্ব।


