১৬ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত ১ আহত ২


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুনেড়িয়া- বাইক ও সাইকেলের পিছনে ছোট চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কে কুলগাছিয়ার শ্রীরামপুরে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত বাইক আরোহীর নাম অভিষেক হাজরা (৩৮)। বাড়ি আমতার জয়পুর থানার উত্তর খালনা গ্রামে। দুর্ঘটনায় অন্য এক বাইক আরোহী এবং এক সাইকেল আরোহী গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গর্ভমেন্ট মেডিকেল কলেজে এন্ড চিকিৎসাধীন। পুলি্শ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ রূপচাঁদ পাখিরা নামে এক সাইকেল আরোহী জিনিসপত্র নিয়ে জাতীয় সড়ক পারাপারের জন্য রাস্তায় উঠছিল। ওই সাইকেল আরোহী আচমকা রাস্তায় উঠে পড়ায় সেইসময় বাইকে চেপে কলকাতা অভিমুখে যাওয়া দুই বাইক আরোহী তাকে বাঁচাতে বাইকে ব্রেক কষলে পিছনে থাকা ছোট চারচাকা গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে বাইক এবং সাইকেল ধাক্কা মারে। ঘটনাস্থলেই অভিষেক হাজরা নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলি্র ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অন্যদিকে এদিন সকালের এই দুর্ঘটনায় জাতীয় সড়কের কলকাতামুখী লেনে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
