তিনটি লক্ষ্ণী পেঁচার ছানা উদ্ধার


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- নারকেল গাছ থেকে নীচে পড়ে যাওয়া ৩টি লক্ষ্ণী পেঁচার ছানাকে উদ্ধার করে পুনরায় তাদের পুর্নবাসন করল পরিবেশ কর্মী দেবাশীষ সাঁতরা। জানা গেছে উলুবেড়িয়া ১ নং ব্লকের হীরাপুর গ্রাম পঞ্চায়েতের কাঁজিয়াখালি গ্রামের বাসিন্দা নিশীথ তেওয়ারির বাগানের একটি মরা নারকেল গাছে একটি লক্ষ্ণী পেঁচার তিনটি ছানা হয়েছিল।


বৃহস্পতিবার সকালে নারকেল গাছটি ভেঙে পড়ায় তিনট ছানা নীচে পড়ে যায়। নিশীথ তেওয়ারি বিষয়টি লক্ষ্য করে পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরাকে বিষয়টি জানান। এরপর দেবাশীষ গ্রামে গিয়ে লক্ষ্ণী পেঁচার ছানাগুলোকে উদ্ধার করে তাদের পুর্নবাসনের ব্যবস্থা করেন।

