উলুবেড়িয়ায় মাছের চারা বিতরন


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- হাওড়া জেলা মৎস দপ্তরের উদ্যোগে এবং উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ১০০ জন মৎস চাষী এবং ৪টি প্রতিষ্ঠানকে মাছের চারা দেওয়া হল। মঙ্গলবার এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক,যুগ্ম বিডিও লিপিকা রায়, উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামনিক সহ অন্যান্যরা। এদিনের এই কর্মসূচীতে উলুবেড়িয়া আশা ভবন সেন্টার, পালপাড়া গোবিন্দ জিউ উচ্চ বিদ্যালয়, চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত এবং ধূলাসিমলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে ২০ কেজি করে এবং ১০০ জন মৎস চাষীদের হাতে মোট ২ হাজার ৮০ কেজি মাছের চারা দেওয়া হয়। উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক জানান মূলত এই কর্মসূচীর মাধ্যমে স্থানীয় মৎস চাষীদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধির পাশাপাশি জলাশয়গুলির সঠিক ব্যাবহার নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য।


