বাগনানে আগুনে ভস্মীভূত বেকারীর গোডাউন সহ সাতটি গোডাউন


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেলে একটি বেকারীর গোডাউন সহ ৭টি লোহা প্লাস্টিকের গোডাউন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বাগনানের খাদিনান খাঁ পাড়ায়। পরে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। কি কারণে আগুন লেগেছে দমকল খতিয়ে দেখছে।


স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ খাদিনান খাঁ পাড়া এলাকায় একটি বেকারীর গোডাউনে আগুন লাগে। গোডাউনটিতে দাহ্য পদার্থ মজুদ থাকায় চোখের নিমেষে গোটা গোডাউনটিকে আগুন গ্রাস করে নেয়। শুধু তাই মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের গোডাউনগুলিতে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ। পরে খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। বাগনান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

