হাওড়া গ্রামীন জেলা পুলিশের উদ্যেগে বসে আঁকো প্রতিযোগিত


নিজস্ব প্রতিনিধি, হাওড় নিউজ ২৪, উলুবেড়িয়া- সাধারণ মানুষের সঙ্গে পুলিশের আরোও নিবিড় সম্পর্ক তৈরি করতে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যেগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এদিন উলুবেড়িয়া, শ্যামপুর,আমতা, বাগান, উদয়নারায়নপুর ও পাঁচলায় একযোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা এবং সাধারণ মানুষ মিলিয়ে মোট ৭৫০০ প্রতিযোগি অংশ নেয়।


এদিন উলুবেড়িয়া কলেজে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের পূত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। উপস্থিত ছিলেন ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মঘারিয়া, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল, বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়ার মহকুমা শাসক মানস কুমার মন্ডল, উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব, উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ দেবাশীষ পাল সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী পুলক রায় পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন।

