উলুবেড়িয়া থেকে বিপুল পরিমানে চোলাই মদ উদ্ধার


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বৃহস্পতিবার ভোরে আবগারি দপ্তর ও হাওড়া গ্রামীন জেলা পুলিশ একযোগে শাঁখাভাঙা ও মদাই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান চোলাই মদ ও ,মদ তৈরীর উপকরন বাজেয়াপ্ত করল। আবগারি দপ্তর সূত্রে খবর উদ্ধার হওয়া জিনিসপত্রের পরিমান প্রায় ৪০ হাজার লিটার। বাজার মূল্যে আনুমানিক ৪০ লক্ষ টাকা। আবগারি দপ্তর সূত্রে খবর এদিনের এই অভিযানে দুলাল আদক নামে এক চোলাই কারবারিকে গ্রেপ্তার করা হযেছে। তার কাছ থেকে ৪ লক্ষ টাকার চোলাই মদ ও একটি বাইক উদ্ধার করা হয়েছে।


আবগারি দপ্তর সূত্রে খবর বৃহস্পতিবার ভোর ৫টা থেকে প্রায় ৬ ঘন্টার এই অভিযানে চলে। আবগারি দপ্তর সূত্রে খবর গত কয়েক মাসে হাওড়া গ্রামীন জেলা পুলিশ ও আবগারি দপ্তরের একটানা অভিযানে উলুবেড়িয়ার শাঁখাভাঙা ও মদাই এলাকায় চোলাই মদের কারবার অনেকটাই কমে গিয়েছিল। পাশাপাশি সরকারি দোকানে মদের বিক্রি অনেকটাই বেড়ে যায়। আর এরপরেই এইসব এলাকার চোলাই কারবারিরা তাদের ব্যবসার রুট পরিবর্তন করে। সেইমত পূর্ব মেদিনীপুরের চোলাই কারবাররা নদীপথে উলুবেড়িয়ায় আসা যাওয়া শুরু করে। যেটা আবগারি দপ্তরের নজরে পড়ে যায়। আর এরপরেই বৃহস্পতিবারের এই অভিযান।

