বাগনানে পথ দূর্ঘটনায় মৃত্যু ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী ও সেবকের


নিজস্ব প্রতিনিধি. হাওড়া নিউজ ২৪. বাগনান- ম্যাটাডোরের সঙ্গে বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল ভারত সেবাশ্রম সংঘের এক সন্ন্যাসী ও এক সেবকের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ১৬ নং জাতীয় সড়কে বাগনান লাইব্রেরী মোড়ের কাছে। কলকাতা বালিগঞ্জের ভারত সেবাশ্রম সঙ্ঘের পক্ষ থেকে জানানো হয়েছে মৃত সন্ন্যাসীর নাম স্বামী শুভঙ্করানন্দ মহারাজ (৫৫) এবং মৃত সেবকের নাম বাসুদেব মন্ডল (৬০)। দুর্ঘটনায় ম্যাটাডোরে থাকা ৫ জন আহত হয়েছেন। তাদের উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্মেন্ট মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে তিন জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকালে কলকাতার বালিগঞ্জের ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে একটি মাটাডোরে করে ৬ জন সন্ন্যাসী ও সেবক পূর্ব মেদিনীপুরের মহিষাদল এর উদ্দেশ্যে যাচ্ছিলেন। সকাল ৬ টা ১৫ মিনিট নাগাদ বাগনান লাইব্রেরী মোড়ের কাছে ম্যাটাডোরটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের মাঝখানে থাকা ডিভাইডার টপকে কলকাতা মুখী লেনে চলে যায়। সেই সময় কলকাতা অভিমুখে যাওয়া একটি বালি বোঝাই লরির সঙ্গে ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ হয়। ম্যাটাডোরটি রাস্তার মাঝে উল্টে যায়। ম্যাটাডোরে থাকা সকলেই গাড়ির নিচে চাপা পড়ে। দুর্ঘটনায় একটি ছোট চারচাকা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। সেই গাড়ির চালক ও আহত হয়।দূর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক শুভঙ্করানন্দ মহারাজ এবং বাসুদেব মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন। আহত তপন হাজরা নামে এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত মেডিকেল কলেজে আসেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীরা। মেডিকেল কলেজে পৌঁছান রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। তিনি সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন। পরে আহতদের মধ্যে আহত ৩ জনকে কলকাতার এস এস কে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন মন্ত্রী পুলক রায়। এদিন মন্ত্রী পুলক রায় বলেন দুর্ঘটনার খবরে মাননীয়া মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন আছেন। আহতদের মধ্যে তিনজনকে কলকাতার এস এস কে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে ।তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এদিকে দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

