আর্ন্তজাতিক নারী দিবস


শনিবার ছিল আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বের পাশাপাশি আমাদের দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হল। বিকেলে হাওড়া গ্রামীণ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যেগে শ্যামপুরে দিনটি পালন করা হয়। এদিন শ্যামপুরের বেলপুকুর থেকে খাড়ুবেড়িয়া মোড় পর্যন্ত একটি মিছিল করা হয়। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল। এদিন বাছরি গ্রাম পঞ্চায়েতের উদ্যেগে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাছরি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামসুন্দর মেটিয়া।


এদিন উলুবেড়িয়া ১ নং ব্লক প্রশাসনের উদ্যোগে দিনটি পালন করা হয়। উলুবেড়িয়া ১ নং ব্লক প্রশাসনের দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারের নির্দেশকে সঠিকভাবে রূপায়িত করার জন্য কয়েকজন মহিলাকে বিশেষ সম্মাননা জানানো হয়। যার মধ্যে একজন পঞ্চায়েত প্রধান, একজন অঙ্গনওয়াড়ি কমী, একজন সেরা ভিআরপি এবং একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা আছেন। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও রিয়াজুল হক, উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামানিক সহ অন্যান্যরা।

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে উলুবেড়িয়া সেবাব্রত হাসপাতালের পক্ষ বিনা মূল্যে শিশুদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। এদিন শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ শান্তি গের। এর পাশাপাশি ১২৫ জনের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করা হয়। সেবাব্রত হাসপাতাল সূত্রে খবর সোমবার পর্যন্ত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা চলবে।

