কালীনগরে কাঠের ফার্নিচারের দোকানে চুরি


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- কাঠের ফার্নিচারের দোকানে চুরির ঘটনা ঘটল উলুবেড়িয়া থানার কালীনগর চৌরাস্তায়। জানা গেছে বুধবার অযোধ্যা সাঁতরা দোকান বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর রাতে দুস্কৃতীরা দোকানের টালির চালের টালি খুলে দোকানে ঢুকে দোকানের ভিতরে থাকা মূল্যবান যন্ত্রপাতি নিয়ে চলে যায়। বৃহস্পতিবার সকালে চুরির বিষয়টি তার নজরে আসে। পরে পুলিশে খবর দিলে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির তদন্তে নামে।


অযোধ্যা সাঁতরা জানান দুস্কৃতীরা দোকানের ভিতরে থাকা ১১ টি দামী যন্ত্রপাতি নিয়ে চলে গেছে। যার বাজারমূল্যে প্রায় ৭০ হাজার টাকা। অযোধ্যা সাঁতরা জানান এর আগেও ২০২২ সালে দোকানের তালা ভেঙে ৪টি যন্ত্রপাতি চুরি করে নিয়ে গিয়েছিল দুস্কৃতীরা। হাওড়া গ্রামীন জেলা পুলিশের এক কর্তা জানান চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ ৪ জন দুস্কৃতীকে গ্রেপ্তার করেছে এবং ধৃতদের কাছ থেকে ১১ টি চুরি যাওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে। ধৃতদের আজ উলুবেড়িয়া আদালতে তোলা হয়।

