বাগনানে উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- উপস্বাস্থ্য কেন্দ্রের এ এন এম কর্ম কাজে অপারদর্শী। অভিযোগ তিনি ঠিকমত ইঞ্জেকশান দিতে পারেননা এমনকি ইঞ্জেনকশান দিলেও প্রসূতি মা থেকে রোগীদের সমস্যা হয়। আর এইসব কারণে ওই এ এন এমকে সরানোর দাবিতে উপ স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। পরে ব্লক স্বাস্থ্য আধিকারিক ভিডিও কল করে অভিযুক্ত এ এন এমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।


স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে বাগনান ১নং ব্লকের হিজলকে একটি উপস্বাস্থ্য কেন্দ্র আছে। অভিযোগ এই উপস্বাস্থ্য কেন্দ্রের এ এন এম ঠিকমত ইঞ্জেকশান দিতে পারেননা। ফলে ইঞ্জেকশান দেওয়ার পরেই শিশুদের শারীরিক নানা সমস্যা হচ্ছে। অভিযোগ বুধবার এই গৃহবধূ ইঞ্জেকশান নেওয়ার জন্য স্বাস্থ্য কেন্দ্রে গেলে তাকে যে পরিমান ওষুধ দেওয়ার কথা সেই পরিমান ওষুধ দেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা সুরজিৎ দাস অভিযোগ করেন ওই এ এন এম ইঞ্জেকশান দিতে না পারার কারণে একমাস থেকে দুই মাসের শিশুদের ইঞ্জেকশান দেওয়ার পর তাদের হাত পা ফুলে যাচ্ছে। তিনি অভিযোগ করেন ওই এ এন এমকে এই বিষয়ে বলা হলেও তিনি কর্নপাত করেননি। তিনি জানান স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো ঠিকঠাক থাকলেও এইসব কারনে পরিষেবা ঠিকমত পাওয়া যাচ্ছেনা। বাগনান ১ নং ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ সানাউল্লাহ জানান বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

