উলুবেড়িয়া পুরসভায় বামেদের ডেপুটেশান


নিজস্ব প্রতিনিধি.হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- পৌর করের বাইরে অতিরিক্ত কর না নেওয়া, আবাস যোজনায় প্রকল্পে অসমাপ্ত ঘরের কাজ অবিলম্বে শেষ করা সহ ১৬ দফা দাবিতে শুক্রবার বামেদের পক্ষ থেকে উলুবেড়িয়া পুরসভায় ডেপুটেশান দেওয়া হল। এদিন বিকালে উলুবেড়িয়া গরুহাটা থেকে প্রতিবাদ মিছিল করে পুরসভার সামনে আসার পর এক প্রতিনিধিদল পুরসভার চেয়ারম্যানের কাছে ডেপুটেশান দেয়। এদিন বামেদের এই ডেপুটেশনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিএম নেতা দিলীপ ঘোষ,পরেশ পাল, সাবির উদ্দিন মোল্লা সহ অন্যান্যরা। এদিন বাম নেতৃত্ব অভিযোগ করেন পুর নাগরিকদের কাছ থেকে আর্বজনা কর নেওয়া হচ্ছে। এই কর না নেওয়ার দাবি জানান তারা।


বাম নেতৃত্বের অভিযোগ করেন পুরসভা এলাকায় ১ নং খতিয়ানের জায়গা এবং পুকুর বুজিয়ে বহুতল নির্মাণ হচ্ছে এমনকি মেদিনীপুর ক্যানেলের উপর বেআইনি নির্মাণ হলেও পুরসভা চুপ করে আছে। অবিলম্বে এই নির্মাণ বন্ধের দাবি জানান তারা। উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী এই কর নেওয়া হচ্ছে। বাম নেতৃত্বের দাবি আমরা সরকারকে বিষয়টি জানাবো বলে জানান অভয় দাস।
