বাগনানে গ্রামীণ চিকিৎসকদের প্রকাশ্য সমাবেশ


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- গ্রামীণ চিকিৎসকদের সরকারী স্বীকৃতি দেওয়ার দাবি জানালো রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স এ্যাসোসিয়েশনের ষষ্ঠ রাজ্য কমিটি। বৃহস্পতিবার বাগনানের মুর্গাবেড়িয়ায় সংগঠনের তৃতীয় জনসংযোগ কর্মসূচী থেকে এই দাবি তুললেন সংগঠনের কর্তারা। এদিন হাওড়া জেলা সহ চারটি জায়গায় এই কর্মসূচীতে আট হাজার গ্রামীণ চিকিৎসক অংশ নিয়েছেন।


সংগঠনের রাজ্য সহ সাধারন সম্পাদক বিপ্লব মল্লিক বলেন আমাদের কোন রেজিস্ট্রেশন বা চাকরির দাবি নেই। আমরা আমাদের পেশার স্বীকৃতি চাই। তিনি বলেন ১৯৮৫ সাল থেকে এই নিয়ে আন্দোলন করলেও কোন কাজ না হওয়ায় জনগনকে নিয়ে আমরা জনসংযোগ কর্মসূচীতে নেমেছি। ২০২১ সালে প্রথম জনসংযোগ কর্মসূচী, ২০২৩ সালে দ্বিতীয় জনসংযোগ কর্মসূচীর পর ২০২৫ সালে আমাদের তৃতীয় কর্মসূচী পালন করা হল বলে জানান বিপ্লব মল্লিক।
