আমতা থেকে উদ্ধার উদয়কাল সাপ


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- একটি উদয়কাল সাপকে এলাকা থেকে উদ্ধার করে পরিবেশে মুক্ত করে দিল পরিবেশকর্মী প্রদীপ রঞ্জন রীত। জানা গেছে সোমবার আমতার উদং এর কারকপাড়া থেকে একটি উদয়কাল সাপকে উদ্ধার করে একটি পরিবেশপ্রেমী সংগঠনের কর্তা প্রদীপ রঞ্জন রীত। তিনি সাপটিকে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেন। প্রদীপ রঞ্জন রীত জানান এই উদয়কাল সাপের বৈজ্ঞানিক নাম ওলিগোডোন আরনেসিস এবং ইংরাজীতে একে কমন কুকরী স্নেক বলে। বর্তমানে জমিতে অত্যধিক পরিমান কীটনাশক ব্যাবহারের ফলে এইসব নির্বিষ সাপেদের বিপদের কারন হয়ে দাঁড়াচ্ছে বলে জানান প্রদীপ রঞ্জন রীত।


